ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল গেরুয়া শিবির, গুজরাতে পুরভোটে জয় বিজেপির nda joy

ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল গেরুয়া শিবির, গুজরাতে পুরভোটে জয় বিজেপির

Read more at 
গুজরাত বিধানসভায় কড়া প্রতিদ্বন্দ্বিতা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে বিজেপিকে একশোর কম আসনে নামিয়ে এনেছিল বিরোধীরা। তবে গুজরাতে পুরভোটে দাপট দেখাল গেরুয়া শিবির। ৭৪টি পুরসভায় ভোট হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। এদিন ফলাফল বেরতেই দেখা যাচ্ছে, বিজেপি সংখ্যাগরিষ্ঠ পুরসভায় ইতিমধ্যে বিজেপি জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে

মোট ৭৫টি পুরসভায় ভোট হওয়ার কথা ছিল। তবে তার মধ্যে জাফরাবাদ পুরসভায় বিরোধী কেউ না দাঁড়ানোয় বিজেপি আগেই জিতে গিয়েছে। এছাড়া বিজেপি ৪৪টিতে জয়ী হয়েছে ও পাঁচটিতে এগিয়ে রয়েছে। এদিকে কংগ্রেস ১৩টি জয়ী হয়েছে ও একটিতে এগিয়ে রয়েছে। মোট ৭৪টি পুরসভার পাশাপাশি এদিন দুটি জেলা পঞ্চায়েত, ১৭টি তালুক, ১৪০০ গ্রাম পঞ্চায়েতের ফলাফল ঘোষিত হচ্ছে। বিজেপি ইতিমধ্যে ৬০টি পুরসভায় জিতে গিয়েছে। মোদীর ঘরের মাটি ভাদনগরে পুরসভায় ২৮টির মধ্যে ২৭টিতেই বিজেপি জয়ী হয়েছে। সব পুরসভা মিলিয়ে বিজেপি ইতিমধ্যেই সাড়ে আটশোর বেশি আসনে জয়ী হয়ে গিয়েছে। গুজরাতে ১৮২টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি মাত্র ৯৯টি পেয়েছে। তাই পুরসভা ভোটে কেমন ফলাফল হয় সেদিকে সকলের নজর ছিল। এখানে কিন্তু কংগ্রেস সহ বিরোধীদের মাত করে গেরুয়া বাহিনী বড় জয় তুলে আনল। Oneindia - এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট 


Comments