সমবায় সমিতির ভোটে তৃণমূল কে হারিয়ে জয়ী হল বাম-বিজেপি জোট tmc vs bjp bjp+lasf party joy pubra medinipur
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
সমবায় সমিতির ভোটে তৃণমূল কে হারিয়ে জয়ী হল বাম-বিজেপি জোট tmc vs bjp
আমাদের ভারত ডেস্ক, পূর্ব মেদিনীপুর, ১৭নভেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এ কাকরা দক্ষিন সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১২ টি আসনের মধ্যে সিপিএম ও বিজেপি জোট প্রার্থীরা জিতেছে ১০ টি আসনে। তৃণমূল জিতেছে ২ টি আসনে। তৃণমূলের ২ টি আসনের মধ্যে একটি আসনে আজ জিতেছে। অন্য একটি আসনে আগেই জিতেছে বিনা প্রতিদ্বন্দীতায়। সরকার বিরোধী জোটের এই জয়ে উচ্ছ্বসিত ভগবানপুরের সিপিএম ও বিজেপি সমর্থকেরা।
এই কাকরা এলাকার গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সবই তৃণমূলের দখলে। এলাকার বিধায়ক, সাংসদও তৃণমূল কংগ্রেসের। সেখানে বাম ও বিজেপির জোট হওয়া এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ১০-২ আসনে হার খুবই তাৎপর্যপূর্ণ। ফল ঘোষণার পর ভগবানপুর ১ (উত্তর ) মন্ডল এর সভাপতি দেবব্রত কর বলেন, গায়ের জোরে একটা আসনে বিনা প্রতিদ্বন্দীতায় জিতেছে তৃণমূল। না হলে ওদের আরও খারাপ ফল হতো। সমবায় সমিতির এই ফল থেকে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে পরিবর্তন আসছে। এলাকার মানুষকে ধন্যবাদ জানান তিনি।
অপর দিকে ভগবানপুর ১ তৃণমূল সমবায় সেলের সভাপতি মদনমোহন পাত্র বলেন, কাকরা দক্ষিণ কৃষি উন্নয়ন সমবায় সমিতি সিপিএমের দখলেই ছিল। তৃণমূল কে হারাতে ওখানে কংগ্রেস, সিপিএম ও বিজেপি জোট বেঁধেছে। এই ফলে বিজেপির এত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে কাকরা সমবায় সমিতির ভোটের ফল নিয়ে এখন তাই রীতিমত সরগরম ভগবানপুরের রাজনৈতিক পরিবেশ।
Comments
Post a Comment