সবং উপ-নির্বাচনের দিন ঘোষণা! তৃণমূলের প্রার্থী কে জানেন? soborg west bengal india west medinipur . sobog

সবং উপ-নির্বাচনের দিন ঘোষণা! তৃণমূলের প্রার্থী কে জানেন?


বেজে গেল উপ-নির্বাচনের ঘন্টা৷ গোটা দেশের চারটি রাজ্যের ৫টি বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন৷ যার মধ্যে রয়েছে বাংলার একটি গুরুত্বপূর্ণ আসন৷ নজর থাকবে মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া পশ্চিম মেদিনীপুরের সবং৷ এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আসনে চোখ থাকবে গোটা দেশের৷ তা হল তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জয়ললিতার কেন্দ্র চেন্নাইয়ের আরকে নগর বিধানসভা কেন্দ্র৷ জয়ললিতার মৃত্যুর পর থেকে এই আসনটি খালি ছিল৷

শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কেন্দ্রগুলিতে ভোটগ্রহণ হবে আগামী ২১ ডিসেম্বর৷ ২৪ ডিসেম্বর গণনা। ২৭ নভেম্বর জারি হবে উপ-নির্বাচনের বিজ্ঞপ্তি। ৪ ডিসেম্বর মনোনয়ন পেশের শেষ দিন। ৫ ডিসেম্বর মনোনয়ন পরীক্ষা করে দখা হবে। ৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।  

উল্লেখ্য, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর গত ২৪ জুলাই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া। পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে সবং থেকে কংগ্রেসের টিকিটে জোটপ্রার্থী হিসাবে জয়ী হলেছিলেন মানস ভুঁইয়া। 
তৃণমূল সূত্রে খবর, সবং উপ-নির্বাচনে থেকে তৃণমূলর টিকিটে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন মানসবাবুর ভাই বিকাশ ভুঁইয়া৷ মানস ভুঁইয়ার দলত্যাগের আগেই বিকাশবাবু তৃণমূলে নাম লিখিয়ে ছিলেন৷ এই কেন্দ্রে এবার ত্রিমুখি নাকি চর্তুমুখি লড়াই হবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল৷ গোটা রাজ্যে বিজেপির উত্থান হলেও সবংয়ে খুবই দুর্বল গেরুয়া শিবিরের সংগঠন৷ তবে কংগ্রেসের গড় বলে পরিচিত এই বিধানসভা কেন্দ্রটিতে বাম নাকি কংগ্রেস প্রার্থী দেয় তা নিয়েও জোর জল্পনা চলছে৷ কারণ, এখনও বাংলায় বামেদের সঙ্গে অলিখিত জোটে রয়েছে কংগ্রেস৷ ভূমিপুত্র মানস ভুঁইয়া ছিলেন কংগ্রেসের মুখ৷ তিনি তৃণমূলে চলে যাওয়ায় কংগ্রেসের একটা বড় অংশ নাম লিখিয়েছে শাসক দলে৷ সেক্ষেত্রে কংগ্রেস প্রার্থী দিলে কতটা ফায়দা তুলতে পারবে তা  নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন অধীর চৌধুরিরা৷ অন্যদিকে, বামেরা প্রাথী দিলে কংগ্রেসের সংগঠনও আরও ক্ষয়িষ্ণু হবে সবংয়ে, সেদিকে নজর রাখতে হচ্ছে প্রদেশ নেতৃত্বকে৷ সব মিলিয়ে সবংয়ে অ্যাডভানটেজ শাসক দল তৃণমূল৷

Comments