সবং-এ জোট প্রার্থী ফেলুদা? বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে তৈরি কংগ্রেস।

সবং-এ জোট প্রার্থী ফেলুদা? বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিতে তৈরি কংগ্রেস।
নজরবন্দি ব্যুরোঃ একসময় পশ্চিম মেদিনীপুর কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। গত বিধানসভা নির্বাচনে ওই এলাকাতে প্রায় ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয় বাম-কংগ্রেস জোট। ২০০১ থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে টানা জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল মানস ভুঁইয়া। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানের পর গত ২৪শে জুলাই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন মানস ভুঁইয়া। পরবর্তী সময়ে তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য মনোনীত হন তিনি। তারই জেরে ওই কেন্দ্রে ভোট গ্রহণ হবে ২১শে ডিসেম্বর।
এখন ময়দানে নেই মানস। তিনি দল পরিবর্তন করে এখন তৃণমূলের হেভিওয়েট নেতা। তাই এই উপনির্বাচনে পরীক্ষা দিতে হবে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, মানস ভুঁইয়াকেও।
এই নির্বাচন এই রাজ্যের প্রতিটি দলের কাছে গুরুত্বপূর্ণ এক উপনির্বাচন হতে চলেছে। রাজ্যে প্রধান বিরোধী দল হওয়ার জোরালো দাবীদার বিজেপির ভবিষ্যৎ অনেকটা নির্ভর করছে এই কেন্দ্রে কতটা লড়াই করতে পারবে তার ওপরে। কংগ্রেস তাদের দীর্ঘ দিনের এই আসন ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাবে এবং মানস ভুঁইয়ার বিশ্বাসঘাতকতার জবাব দেওয়ারও চেষ্টা করবে এই নির্বাচনে। বামেদের দেখে নেওয়ার সময়, ওই এলাকাতে তাদের পারসেন্টেজ অফ ভোট ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে।
নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই প্রার্থী বাছাই নিয়ে ব্যস্ত আছে সব দল। বর্তমানে তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া চাইছেন, তার স্ত্রী গীতা ভুঁইয়াকে। তবে মুখ্যমন্ত্রীর গুডবুকে নেই গীতা ভুঁইয়া। তাই তৃণমূলের কে প্রার্থী হবে তাই ইয়ে এখনো ধোঁয়াশা আছে। বিজেপির বিবেচনায় আছে, সদ্য মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেওয়া ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক রাধাকান্ত মাইতি। তবে লকেটের নাম নিয়েও ভাবছে রাজ্য বিজেপি। আর এই নির্বাচন মুকুল রায়ের কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ তাকে বোঝাতে হবে নির্বাচন তিনি অনেক ভালো বোঝেন।

প্রার্থী বাছাইয়ে চমক দিতে চায় বাম কংগ্রেস জোট। অধীর চৌধুরী এবং একাধিক বাম নেতারা চান ওই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এবং বামেদের একটা জোট হোক। তাই চমক দিতে চাইছে জোট প্রার্থীরা। সূত্রের খবর, প্রথম পছন্দ টলি তারকা সব্যসাচী চক্রবর্তী। এই নামে কংগ্রেসেরও আপত্তি নেই। আর একটি নামও উঁকি দিচ্ছে। তিনি হলেন সোমেন মিত্র। কিন্তু অনেকে তার বিরুদ্ধে অভিযোগ আনছেন, তিনি নাকি ভেতরে ভেতরে বিজেপির সাথে যোগাযোগ রাখছেন।

Comments