গ্রামের ঝাঁসি বাহিনীর কাছে অবশেষে হার মানতে হল প্রশাসনকে
অামাদের ভারত ডেস্ক, ১৭ ই নভেম্বর, ঝাড়গ্রাম : গ্রামের মাঝে মদ দোকান করা চলবেনা, এই দাবিতে ঝাড়গ্রামের শালবনি গ্রামপঞ্চায়েত অফিসে ৩ ঘন্টা তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। অবশেষে বিকেল ৫ টা নাগাদ পুলিশ গিয়ে অবরোধ মুক্ত করেন পঞ্চায়েত কর্মীদের। যদিও তার অাগে কথা দিতে হয় ঐখানে অার মদ দোকানের জন্য অনুমতি দেওয়া হবেনা। তার পরেই অান্দোলন ছেড়ে সংসারের দিকে পা বাড়ান সোলগেড়িয়া, চন্ডিপুর গ্রামের মা, মাসিমা, দিদি, বোনেরা।
হাইওয়ের ধারে মদ দোকান বন্ধ। তাই হাইওয়ে থেকে কিছুটা গ্রামের রাস্তায় নতুন করে মদ দোকান তৈরীর কাজ শুরু করেছিলেন এক মদ ব্যবসায়ী। এলাকার মানুষ এর প্রতিবাদে একাধিক বার প্রতিবাদ জানায়। এবং পঞ্চায়াতের কাছে অভিযোগ ও জানায় গ্রামের মহিলারা। তাদের বক্তব্য সোল গেরিয়া, চন্ডীপুর গ্রামের মাঝে ঐ দোকানের ৫০০ মিটারের মধ্যে বাচ্চাদের স্কুল। ঐ দুটি গ্রামের চলাচলের মূল রাস্তাও ওটা। মদ দোকান হলে এলাকার পরিবেশ নষ্ট হবে। বারবার বলা সত্ত্বেও ঐ ব্যবসায়ী কোনো কথা গ্রাহ্য না করে মদ দোকান প্রায় সর্ম্পূণ্য করে ফেলে। অাজ এর প্রতিবাদে গর্জে ওঠে এলাকার মহিলারা। টাকা খেয়ে পঞ্চায়েত ও প্রশাসন চুপ হয়ে গেছে এই প্রতিবাদে নির্মিয়মান মদ দোকান ভেঙে মিছিল করে পঞ্চায়েত অফিস ঘেরাও করে। অাশ্বাস দিলে শান্ত হয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে পঞ্চায়েত কর্মীদের।
Comments
Post a Comment