ভারত প্রথমে হিন্দু রাষ্ট্র, তারপর অন্যদের: শিবসেনা india hindu state sibsena

ভারত প্রথমে হিন্দু রাষ্ট্র, তারপর অন্যদের: শিবসেনা


ভারত প্রথমে হিন্দু রাষ্ট্র, তারপর অন্যদের। তার ব্যাখ্যা মুসলিমদের জন্য বিশ্বের ৫০ টিরও দেশ রয়েছে।

খ্রিষ্টানদের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপ রয়েছে এবং বৌদ্ধ ধর্মালম্বীদের জন্য চীন, জাপান, শ্রীলঙ্কা ও মিয়ানমার রয়েছে। কিন্তু ভারত ছাড়া গোটা বিশ্বে আর কোনও হিন্দুরাষ্ট্র নেই।
সোমবার শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয় পাতায় দলের প্রধান উদ্ধব ঠাকরে এসব কথা লিখেছেন।
তিনি আরও লিখেছেন, আজ কেন্দ্রে একটা হিন্দুত্ববাদী সরকার শাসনক্ষমতায় রয়েছে। তবুও অযোধ্যায় রাম মন্দির নির্মার্ণের কোন প্রচেষ্টাই দেখা যাচ্ছে না এবং আদালতের ওপরই এর ভবিষ্যৎ ছেড়ে দেওয়া হয়েছে। কাশ্মীরি পণ্ডিতদেরও ঘরে ফেরানোর কোন ব্যবস্থা করা হয়নি।

Comments

Post a Comment