কোচবিহারের শীতলকুচিতে এখনো পর্যন্ত ৩০জন হিন্দু গ্রেপ্তার, পুলিশি হেনস্তার অভিযোগ hidu vs muslim westbengal fight

কোচবিহারের শীতলকুচিতে এখনো পর্যন্ত ৩০জন হিন্দু গ্রেপ্তার, পুলিশি হেনস্তার অভিযোগ


 গত ১৫ই অক্টোবর রাতে কোচবিহারের মাথাভাঙ্গার সরকারেরহাটের কালীমন্দিরে রাতের অন্ধকারে গরুর হাড় ও মাংস ফেলে যায় মুসলিমরা। সেই ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙ্গার পাশের ব্লক শীতলকুচিতে হিন্দু-মুসলিম দাঙ্গা শুরু হয়। ক্ষিপ্ত হিন্দুরা শীতলকুচি থানার অন্তর্গত জটামারির ধল্লারপাড়ের মসজিদে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়। সেই ঘটনায় কপিল মিঞা নামক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে মোট ১৭জন হিন্দুকে গ্রেপ্তার করেছে শীতলকুচি থানার পুলিশ। গ্রেপ্তার হওয়া হিন্দুদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
অপরদিকে শীতলকুচি থানার অন্তর্গত গোসাইরহাট বন্দরে মসজিদ ভাঙার ঘটনায় ইমাম মোশারফ হোসেনের করা অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত ১৩জন হিন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় অনেক হিন্দুই পুলিশি হেনস্তার অভিযোগ করেছেন। তবে স্থানীয় হিন্দুরা অভিযোগ করেছেন, পুলিশ যাকে পারছে ধরে নিয়ে যাচ্ছে। এমনকি রাতে হিন্দুদের পাড়ায় পাড়ায় অভিযান চালাচ্ছে পুলিশ। আতঙ্কে অনেক হিন্দু পুরুষ ঘরছাড়া। কয়েকজন হিন্দু আবার গ্রেপ্তার হবার ভয়ে থানায় অভিযোগ জানাতে যেতে পারেননি।



Comments