মুকুল কি গ্রেফতার হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন! ভয়ের মূল কারণ ৩টি

মুকুল কি গ্রেফতার হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন! ভয়ের মূল কারণ ৩টি

আশঙ্কায় রয়েছেন সদ্য তৃণমূল-ত্যাগী সাংসদ মুকুল রায়। ভয়ের কারণও রয়েছে।


১। ইতিমধ্যেই মুকুল-ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি। অভিযোগ গুরুতর না হলেও, মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা। 
২। মুকুল এখনও কোনও রাজনৈতিক দলের সদস্য নন। সাংসদও নন। তাই মুকুলকে কোনও মামলায় ফাঁসানো সহজ বলেই অনুমান তাঁর শিবিরের নেতাদের। বিজেপিতে যোগ দিয়ে দিলে সেই কাজ অতটা সোজা হবে না রাজ্য প্রশাসনের পক্ষে।
৩। রাজ্যে মুকুলের অনুগামী যেমন রয়েছে, তেমন তৃণমূলে বা তার বাইরে তাঁর শত্রুর সংখ্যাও কম নয়। কাউকে দিয়ে একটি অভিযোগপত্র লিখিয়ে নেওয়ার আশঙ্কা তাই থাকছেই। 
মুখে মুকুল রায়কে তেমন গুরুত্ব না দিলেও, তৃণমূল নেতৃত্ব জানে দলের অন্দরমহলের অনেক তথ্যই এই প্রাক্তন সাংসদের কাছে রয়েছে। সেই তথ্য ব্যবহার করে মমতাকে প্যাঁচে ফেলতেই মুকুলকে দলে নেওয়ার পক্ষপাতী অমিত শাহরা।
তবে হিমাচল প্রদেশ ও গুজরাত নির্বাচনের প্রচার এবং দেওয়ালি নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতারা ব্যস্ত থাকায়, মুকুলের বিজেপিতে যোগ দেওয়ার প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে। তার আগে কোনও ঝুঁকি নিতে চাইছেন না মুকুল।  

Comments