পাকিস্তানিরাও মা কালীর পুজো করেন, কিন্তু কী নামে?

পাকিস্তানিরাও মা কালীর পুজো করেন, কিন্তু কী নামে?


...আর তাঁর কল্পটি যদি অবস্থিত হয় গুহাহিত অন্ধকারে, কিছু অনিয়ত প্রস্তরাকারে তখন তাঁকে নিরাকারা না বলে উপায় থাকে না।

অবশ্যই ইসলামে মূর্তিপূজা নিষিদ্ধ। কিন্তু তিনি তো নিছক ‘মূরতি’ নন! তিনি সাকারা না নিরাকারা ভাবতে ভাবতে কমলাকান্ত-রামপ্রসাদের মতো সাধক জীবন কাটিয়েছেন। তাঁকে জগৎ-সংসারের মূর্তরূপ হিসেবে কল্পনা করলে সমস্যাই থাকে না তাঁর আকার নিয়ে। আর তাঁর কল্পটি যদি অবস্থিত হয় গুহাহিত অন্ধকারে, কিছু অনিয়ত প্রস্তরাকারে তখন তাঁকে নিরাকারা না বলে উপায় থাকে না। hindu tradiation ba sanskiti science logick hindu culcher most bitifull in socity
মরুতীর্থ হিংলাজ নিয়ে বাঙালিকে নতুন কিছু বলতে যাওয়াই বিড়ম্বনা। অবধূতের সেই বিখ্যাত গ্রন্থ, বিকাশ রায় পরিচালিত, উত্তমকুমার অভিনীত সেই বিখ্যাত সিনেমা বাঙালির চেতনে-অবচেতনে মিলে মিশে একাকার হয়ে রয়েছে। ৫১ সতীপীঠের অন্যতম হিংলাজ যে পাকিস্তানের বালুচিস্তানের মরুভূমিতে অবস্থিত এক অতি গুরত্বপূর্ণ হিন্দুতীর্থ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হিংলাজতীর্থকে ঘিরে বেশ কিছু মন্দিরও এখানে বর্তমান। এবং এ কথাও বলা বাহুল্য, এত গণ্ডগোলের পরেও এই বিশেয তীর্থটি সমস্ত অশান্তির আগুন থেকে দূরে রয়েছে। পাকিস্তানে কট্টরপন্থী ইসলামের রমরমা তুঙ্গে উঠলেও স্থানীয় মুসলমানরা প্রাণ দিয়ে আগলে রাখেন হিংলাজ মাতার মন্দিরকে। ঠিক কেন, অনুসন্ধান করতে গেলে বেরিয়ে আসে এক আশ্চর্য তথ্য hindu traadition - sanskriti amku sadi re ami to kauri ba ami to kauri bal
প্রতি বছর এপ্রিল মাস নাগাদ হিংলাজ যাত্রার আয়োজন হয়। অসংখ্য হিন্দু ভক্তের সঙ্গে এখানে সমবেত হন বিপুল সংখ্যক মুসলমানও। তবে হিংলাজ মাতা তাঁদের কাছে অন্য নামে পরিচিত। তাঁদের কাছে এই যাত্রা এক পবিত্র যাত্রা। মুসলমান ভক্তরা হিংলাজ মন্দিরকে ‘নানি মন্দির’ ডাকেন। দেবীর নাম তাঁদের কাছে— ‘বিবি নানি’ । ‘নানি’ শব্দের অর্থ ‘দিদিমা’। স্থানীয় মানুষ সেই অর্থই জানেন। কিন্তু পুরাতত্ত্ব বলছে অন্য কথা। কুষাণ মুদ্রায় ‘নানা’ নামের এক দেবতার ছবি উৎকীর্ণ থাকতে দেখা যায়। কুষাণদের সাম্রাজ্যের কেন্দ্রভূমি ছিল পেশোয়ার। সুতরাং বালুচিস্তানের এই অঞ্চলে কুষাণ সংস্কৃতি যে বিশেষভাবে তার প্রভাব রেখেছিল, তা অনুমান করাই যায়। কুষাণদের এই দেবতা আবার এসেছেন সুমেরীয়-ব্যাবিলনীয় দেবতা ইনান্না-ইসথারের সূত্র ধরে। কুষাণ সংস্কৃতি পরে বৌদ্ধভাবাপন্ন হয়ে পড়ে। কণিষ্ক স্বয়ং মহাযানবাদের পৃষ্ঠপোষক হিসেবে অবতীর্ণ হন। মহাযানবাদে দেবকল্প প্রধান বিষয়। নানা বালোচ-অঞ্চলের অন্যতম জনপ্রিয় কাল্ট হিসেবে বিরাজ করত, তা অনুমান করা যায়। Biltu Bhowmick - Joy Bobom vola hindu tradiation
কুষাণ যুগ থেকে আজ— এই দীর্ঘ কালপর্বে পবিত্র তীর্থ পরিণতি পায় শক্তিপীঠে। ইসলামবিশ্বাসী স্থানীয় মানুষের কাছে সেই প্রাচীন তীর্থযাত্রার ঐতিহ্য আজ ‘নানি কা হজ’ নামে পরিচিত।  i love mother . do not dimand মা আমার মা , মা জীবন কাটে ছেলে জন্য . mother time all time or grial frends boy frend part

Comments