উত্তেজনা অব্যাহত মাথাভাঙায়, জারি ১৪৪ ধারা . কালীমন্দিরের কাছে পশুর দেহাংশ; বিক্ষোভ, লাঠিচার্জ

উত্তেজনা অব্যাহত মাথাভাঙায়, জারি ১৪৪ ধারা . কালীমন্দিরের কাছে পশুর দেহাংশ; বিক্ষোভ, লাঠিচার্জ
 কোচবিহার, ১৭ অক্টোবর : কালীমন্দিরের কাছে Dipika Sarkar was live. পশুর দেহাংশ রাখাকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত। মাথাভাঙা মহকুমার একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহকুমাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  


আমার বনের এর বিয়েতে ভাবি যে নাচ দেখালো। আমি তো পুরাই শেষ

মন্দিরের কাছে পশুর দেহাংশ রাখাকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায় মাথাভাঙার বিভিন্ন এলাকায়। দোষীদের গ্রেপ্তারের দাবিতে একাধিক জায়গায় পথ অবরোধ হয়। অবরোধ তোলাকে কেন্দ্র করে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ চাঠিচার্জ করে। অবরোধকারীদের আঘাতে কয়েকজন পুলিশকর্মী জখমও হন। গতরাতে বেশ থমথমে ছিল এলাকা 



আজ সকালে কোচবিহারের শীতলকুচি থানার খলিশামারি বাজারের একটি কালীমন্দিরের কাছে পশুর দেহাংশ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মন্দিরে কাছে পশুর দেহাংশ পড়ে থাকতে দেখে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। মাথাভাঙা-শীতলকুচি সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেন স্থানীয়রা। পঞ্চানন মোড়, জটামারি, ডাকঘড়া, শিবপুর চৌপথিতে অবরোধ চলে। ঘটনার প্রতিবাদে বাজার বন্ধ করে দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযোগ, অবরোধ তুলতে জটামারি ও সিতাই মোড়ে লাঠিচার্জ করে পুলিশ। বিভিন্ন দোকানপাটেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি পুলিশের তিনটি গাড়িতে স্থানীয়রা ভাঙচুর চালায় বলে অভিযোগ। তবে এ বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।Aaj Theke Tumi







Comments