রাজ্যে জয়জয়কার হবে বিজেপির: বলছে সমীক্ষা

রাজ্যে জয়জয়কার হবে বিজেপির: বলছে সমীক্ষা
নয়াদিল্লি: গুজরাতে কি চতুর্থবার ক্ষমতায় ফিরে আসতে চলেছে বিজেপি? কি আছে হিমাচল প্রদেশের ভাগ্যে? কংগ্রেসের হাত ছেড়ে পাহাড়ে কি পদ্ম ফোটাবে হিমাচলবাসী? এই সব প্রশ্নের সঠিক উত্তর জানা যাবে ১৮ই ডিসেম্বর৷
অবশ্য আরও একটি সূত্র থেকে উত্তর মেলে৷ তা হল বুথ ফেরত সমীক্ষা৷ যদিও বুথ ফেরত সমীক্ষা ভুল প্রমাণিত হয়েছে, এমন ভুড়ি ভুড়ি উদাহরণ রয়েছে৷ তবুও এই সব সমীক্ষা থেকে একটা আভাস পাওয়া যায়৷
আসন্ন দুই রাজ্যের নির্বাচন বিজেপির কাছে অগ্নিপরীক্ষা৷ কেননা পণ্য পরিষেবা কর চালুর পর এই প্রথম নির্বাচনের মুখোমুখি হতে চলেছে বিজেপি৷ তার উপর রয়েছে নোট বাতিলের প্রভাব৷ কিন্তু এই সবের কোনও নেতিবাচক প্রভাব যে নির্বাচনে পড়ছে না তা সমীক্ষাতে পরিস্কার৷ বরং ২০১২ সালের থেকেও এবার আরও ভালো ফল করতে চলেছে বিজেপি৷ এমনটাই উঠে এসেছে ইন্ডিয়া টুডে ও অ্যাক্সিসের সমীক্ষায়৷
সমীক্ষায় উঠে এসেছে ৬৮টি আসন বিশিষ্ট হিমাচলে বিজেপি ৪৩-৪৭টি আসন পাবে৷ গতবার তারা পেয়েছিল ২৬টি আসন৷ কংগ্রেসের ঝুলিতে যাবে মাত্র ২১-২৫টিআসন৷ অন্যদিকে ১৮২টি আসন বিশিষ্ট গুজরাতে ১১৫-১২৫টি আসনে জয়ী হবে বিজেপি৷ গতবার তারা ১১৫টি পেয়েছিল৷ কংগ্রেস পাবে ৫৭-৬৫টি আসন৷ প্যাটেল আন্দোলনের হোতা হার্দিকের কোনও নেতিবাচক প্রভাব বিজেপির ভোটবাক্সে পড়বে না৷ আর মুখ্যমন্ত্রীর পদে গুজরাতবাসীর প্রথম পছন্দ বিজয় রূপানিই৷

Comments