কলকাতা হাইকোর্টে মমতার কাছে মোদীর পরাজয়

কলকাতা হাইকোর্টে মমতার কাছে মোদীর পরাজয়

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যের কাছে হার কেন্দ্রের৷ কলকাতা হাইকোর্টে মঙ্গলবার মুখ পুড়ল মোদী সরকারের৷ পাহাড় থেকে আপাতত কেন্দ্রীয় বাহিনী সরানো যাবে না, রায় দিল কলকাতা হাইকোর্ট৷ কেন্দ্রীয় সরকারের পাহাড় থেকে বাহিনী সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের ওপর মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট৷ আগামী ২৭ অক্টোবর পর্যন্ত পাহাড় থেকে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করা যাবে না বলেই নির্দেশ দিয়েছে আদালত৷  আরও দেখুন বাংলা স্কুল / কলেজ ছেলে মেয়ে রা কি করছে স্কুলে / কলেজ গিয়ে কি কাজ করছে 
পাহাড় থেকে ১০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র সরকার৷ যার বিরোধীতা করে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কাজ না হওয়ায় মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয় রাজ্য় সরকার৷ দুপক্ষের সওয়াল-জবাব শুনে, বিচারপতি হরিশ ট্যান্ডন এবং দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে অন্তর্বতী স্থগিতাদেশ দেন৷ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২৭ শে অক্টোবর পর্যন্ত পাহাড় থেকে ১৫ কোম্পানী বাহিনী সরানো যাবে না৷ হাইকোর্টের রায়ে আপাতত স্বস্থিতে রাজ্য৷
কেন্দ্রীয় সরকারকে পাহাড় থেকে বাহিনী প্রত্যাহার নিয়ে আজ প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি হরিশ ট্যান্ডন৷ কেন্দ্রকে প্রশ্ন করেন, ‘একটা কারণে পাহাড়ে কেন্দ্রীয় বাহিনী পাঠান হল, আবার বিনাকারণে তা প্রত্যাহার করে নেওয়া হল রাজ্য়কে না জানিয়েই?’ অপর বিচারপতি দেবাংশু বসাক কেন্দ্র ও রাজ্য- উভয়ের প্রতিনিধিদেরই প্রশ্ন করেন, ‘দার্জিলিং নিয়ে বাংলার মানুষের আবেগ জড়িয়ে আছে৷ প্রিয় দার্জিলিংকে রাজনীতির আখড়া হিসেবে কেন বাছা হলPrem Ratan Dhan Payo
বিচারপতিদের প্রশ্নের উত্তরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজ্যে ভোটের কারণে পাহাড় থেকে বাহিনী সরিয়ে নেওয়া হচ্ছে৷ তাছাড়া, পাহাড়ে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো ব্যবহারই করছে না রাজ্য৷ রাজ্য এর উত্তরে জানায়, পাহাড়ে এখনও যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করার মতো পরিস্থিতি তৈরি হয়নি৷  Tere Dar Par Sanam - Male Version - Phir Teri Kahani Yaad Aayee - Kumar Sanu
কেন্দ্র ও রাজ্যের সওয়াল-জবাব শুনে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, পাহাড় থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রত্যাহারের বিরুদ্ধে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন৷ আগামী ২৭ শে অক্টোবর পর্যন্ত পাহাড়েই থাকবে ১৫ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী৷ আদালতের এই রায়ে পাহাড় থেকে বাহিনী সরানো নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তকে সম্পূর্ণ ভুল প্রমাণ করল মমতা সরকার৷  আজকে দিনে ছেলে মেয়ে রা স্কুল গিয়ে কি করছে , কারো মাথা টিক থাবে না

Comments