দল ছেড়ে নতুন চাপে মুকুল, বিজেপিতে দ্বিতীয় ভাবনা শুরু

মুকুল রায়ের বর্তমান পরিচয় রাজনীতিক। কিন্তু তিনি কোনও রাজনৈতিক দলের নন। ঘোষণা করবেন দীপাবলির পরে। কিন্তু কেন এত সময় নিচ্ছেন!




কী করবেন মুকুল রায়? এই প্রশ্ন সম্ভবত তাঁর নিজের কাছেও। আসলে দল ছাড়া থেকে রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা, সবই তিনি করেছেন চিত্রনাট্য মেনে। আর গোটা চিত্রনাট্য সম্ভবত এখনও তাঁর হাতে নেই। তাই শেষটুকু ঠিকঠাক তাঁর জানা নেই। ভাইয়ারা চরম মজার একটা ভিডিও আপলো করলাম দেখেন
জল্পনা মতো মুকুল রায়ের গন্তব্য বিজেপি। তাঁর মদতে তৈরি হওয়া জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেসও যে তাঁর গন্তব্য নয় সেটা আপাতত স্পষ্ট। গত শনিবার নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ওই দল জানিয়ে দিয়েছে প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। WRONG NUMBER rong number phone one call and love . one gril one phone call boy love
গত ১১ অক্টোবর রাজ্যসভার সদস্য পদ ত্যাগ করেছেন মুকুল। পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন দীপাবলির পরে। মাঝের সময়টুকু তিনি কী করবেন? এমন প্রশ্নের উত্তরে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, ছুটি কাটাবেন ক’টা দিন। কিন্তু আদৌ তিনি ছুটিতে নেই। মুকুল ঘনিষ্ঠদেরই বক্তব্য, এখন বড় ব্যস্ততা চলছে। ‘নতুন চাকরির’ ব্যস্ততা। নিজেকে প্রমাণ করার ব্যস্ততা। দিল্লিতে মাটি কামড়ে পরে থাকার নির্দেশ মেনেই ‘ছুটি’ কাটাচ্ছেন মুকুল রায়। দুইজনের মধ্যে দাক্কা দাক্কি নিয়ে মজার একটা কমেডি
বিজেপিতে তিনি যদি যান তবে কী হিসেবে যোগ দেবেন? এ নিয়ে এখন আর মুকুল রায়ে শর্তের উপরে নির্ভরশীল নয় গেরুয়া বাহিনী। বিজেপি সূত্রে খবর, প্রথমে মন্ত্রিত্বের কথা হয়েছে, পরে সেই কথা বদলে ঠিক হয় জাতীয় স্তরের কোনও দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে কাজ করতে বলা হবে। কিন্তু এখন অন্য রকম ভাবনাও শুরু হয়েছে গেরুয়া বাহিনীতে। pack kiss
ইতিমধ্যেই হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। আপাতত প্রার্থী তালিকা তৈরি নিয়ে চাপে রয়েছে বিজেপি। সভাপতি অমিত শাহ গুজরাতকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই মাসের গোটাটাই নিজের রাজ্যে ঠাসা কর্মসূচির মধ্যে রয়েছেন। ফলে মুকুল নিয়ে সিদ্ধান্ত জাতীয় স্তরে বিজেপি শিবিরের কাছে অনেকটাই দ্বিতীয় সারিতে চলে গিয়েছে। fanny video world top AMER DA all video bengli khisti
মুকুল রায়কে বিজেপিতে নেওয়া নিয়ে মূলত কথাবার্তা চালিয়েছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয় এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। রাজ্য বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশ কখনও কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রকাশ্য বিরোধিতা না করলেও মুকুল রায়কে দলে নেওয়া নিয়ে দ্বিমত প্রকাশ করে এসেছেন। বিজেপি সূত্রে খবর, সেই অপছন্দের কথা অরুণ জেটলির কানেও তুলেছেন অনেকে। এখন তাই শ্যাম রাখি না কুল রাখি পরিস্থিতিতে বিজেপিতে মুকুল রায়ের ভূমিকা নিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে। কারণ, একটা বিষয় এখন পরিষ্কার যে, মুকুল গেলেও তিনি সঙ্গে বড় মাপের কোনও নেতা বা উল্লেখযোগ্য সংখ্যার কর্মী নিয়ে যেতে পারছেন না।  bick raching and kiss boy and giral on road herro bick kiss
বিজেপি সূত্রে খবর, কোনও বিশেষ দায়িত্ব না দিয়ে আপাতত মুকুলকে জাতীয় কর্মসমিতিতে রেখে আগামী লোকসভা নির্বাচনে রাজ্যে কিছু আসনের দায়িত্ব দেওয়া হতে পারে। সেই দায়িত্ব পালন ও সাফল্যের উপরেই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। তাই আপাতত যা পরিস্থিতি তাতে বিজেপিতে গুরুত্ব পেতে বড় পরীক্ষার মধ্য দিয়েই যেতে হতে পারে মুকুল রায়কে। 

Comments