“রোজ চাকরি দিচ্ছি আমরা”! মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন বেড়ে চলা বেকারত্বের, “কোথায় চাকরি?”

“রোজ চাকরি দিচ্ছি আমরা”! মুখ্যমন্ত্রীকে পাল্টা প্রশ্ন বেড়ে চলা বেকারত্বের, “কোথায় চাকরি?”

গতকাল নজরুল মঞ্চে তৃণমূলের কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠক থেকে রাজ্যের বেকারত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, গত ছ’বছরে প্রায় ৮০ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। প্রতিদিন চাকরি দিচ্ছে তাঁর সরকার। এর পরেই মুখ্যমন্ত্রীর এই দাবিকে ঘিরে ওঠে প্রশ্ন। রাজ্যে বেড়ে চলা বেকারত্ব দিনের পর দিন ধরে তীব্র আকার নিচ্ছে। শিক্ষক নিয়োগ থেকে অন্যান্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে জটিলতা, দুর্নীতি অনিশ্চিত করেছে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। তার ওপর বিভিন্ন সময়েই শাসক দলের বিরুদ্ধে ওঠে ঘুষ নেওয়া, স্বজন পোষণের মতো মারাত্মক অভিযোগ। আদালতে নিয়োগ সংক্রান্ত মামলা পাহাড়-প্রমাণ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কোর্টের নির্দেশ সত্ত্বেও চাকরি প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দিচ্ছে না সরকার। বারবার সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলছেন রাজ্যের বিপুল সংখ্যক চাকরি প্রার্থীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী যখন দাবি করছেন, রোজ চাকরি দিচ্ছে এই সরকার তখন স্বাভাবিক ভাবেই তাঁর দাবিকে লক্ষ্য করে বাঁকা উক্তি ছুঁড়ে দিচ্ছে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে চাকরি প্রার্থীরা, “তবে কি তেলেভাজা বা মুড়ি ভাজা শিল্প কিংবা দৈনিক ৫০ টাকা রোজগারের কাজকেও মুখ্যমন্ত্রী চাকরি বলে চিহ্নিত করছেন? আর সেসবকে ধরেই কি ৮০ লক্ষ চাকরি দিয়েছে এই সরকার?”


Comments