মন্দির ভাঙচুর, আটক ৫ ,চেয়ারম্যান সহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

মন্দির ভাঙচুর, আটক ৫ ,চেয়ারম্যান সহ ৬০ জনের বিরুদ্ধে মামলা








 প্রকাশিত: ২০১৭-১০-৩০ ১৬:১৭:৩৩
    আপডেট: ২০১৭-১০-৩০ ১৬:১৯:৪৯  মানিকগঞ্জের শিবালয়ে শীলপাড়া সার্বজনীন মন্দির থেকে আজ সোমবার ভোররাতে মূর্তি অপসারণ করে মন্দির ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।এ ঘটনায় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুর রহিম খান, শিবালয় ইউপি চেয়ারম্যান আলাল হোসেনসহ আটজন এবং অজ্ঞাত আরো ৫০/৬০ জনের নামে থানায় মামলা হয়েছে। পুলিশ ভাঙা মন্দিরের টিন, খুঁটিবোঝাই একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে।  

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, জমিসংক্রান্ত বিষয়ে ওই মন্দিরের জায়গা দখলের জন্য ভোরের দিকে অজ্ঞাত কিছু লোক  মন্দিরে হামলা চালায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিকাআপ ভ্যান আটক করে। পরে মন্দিরে সভাপতি সূর্যশীল বাদী হয়ে  শিবালয় থানায় একটি মামলা করলে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।    


Comments