দিনে গড়ে ১০০ জন করে রোহিঙ্গা প্রবেশ করেছে ভারতে

দিনে গড়ে ১০০ জন করে রোহিঙ্গা প্রবেশ করেছে ভারতে

স্টাফ রিপোর্টার, আগরতলা: বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢুকল কয়েকশো রোহিঙ্গা। গত তিনদিনে তিনশো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

ত্রিপুরার কলমচৌড়া থানার অধীন বক্সনগর সীমান্ত দিয়ে তারা এপারে এসেছে। তারপর তারা বিভিন্ন ছোট গাড়িতে চেপে সোনামুড় হয়ে আমতলী-খয়েরপুর বাইপাস রাস্তা দিয়ে জিরানীয়া চলে গিয়েছে। সেখানে মুসলিম ঘনবসতিপূর্ণ এলাকা কলাবাগানে অবস্থান করছে।

জানা গিয়েছে বক্সনগরের কিছু এলাকায় কাঁটাতারের বেড়া হয়নি। ঐ এলাকা দিয়ে মানব তস্কররা টাকার বিনিময়ে বিএসএফ এবং বাংলাদেশের বিজিবিকে ম্যানেজ করে এই অনুপ্রবেশে মদত জুগিয়েছে। বক্সনগরের মানুষ এই বিষয়ে পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। পুলিশকে জানানো সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এদিকে, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, ‘ত্রিপুরা রাজ্য জামিয়াত উলামা হিন্দ’ নেতা বার্মা সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন যে রোহিঙ্গা মুসলমানদের সাথে পশুর চেয়েও খারাপ আচরণ করা হচ্ছে। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নিপীড়নের নিন্দা করা হয়েছে সারা বিশ্ব জুড়ে। মুসলিম নেতৃবৃন্দ বলেন যে বৌদ্ধ সন্ত্রাসী মায়ানমারের হাজার হাজার মুসলমানকে হত্যা করছে এবং বার্মার সামরিক বাহিনী আবার সেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা শুরু করেছে।

Comments