ধারের ভারে ক্রমশ ডুবছে পশ্চিমবঙ্গ, ফের ধার ২০০০ কোটি, ৬ বছরে ১,৮০,০০০ কোটি

ধারের ভারে ক্রমশ ডুবছে পশ্চিমবঙ্গ, ফের ধার ২০০০ কোটি, ৬ বছরে ১,৮০,০০০ কোটি
Bappi Lahiri and Prosenjit Chatterjee
ওয়েব ডেস্ক, পিপলস রিপোর্টার, ১৯ অক্টোবরঃ দুর্গা পূজার সময় ধার রাজ্য সরকার ধার করেছিল ২ হাজার কোটি টাকা। কিছুদিনের মধ্যে দীপাবলীর শুরুতে আবার ২ হাজার কোটি টাকা ধার করতে চলেছে রাজ্য সরকার। অর্থ দপ্তরের সূত্র অনুযায়ী আগামী ২৪ শে অক্টোবর বাজার থেকে আবার ২ হাজার কোটি টাকা ধার করবে রাজ্য সরকার।
এই নিয়ে গত এক মাসে রাজ্য সরকারের ধারের পরিমান দাঁড়াল ৪ হাজার কোটি টাকা। চলতি বছরে রাজ্য সরকার ৪৪ হাজার কোটি টাকা ধার করার সিদ্ধান্ত নিয়েছে। যা আগের ছিল ৩০ হাজার কোটি টাকা। অতিরিক্ত ১২ হাজার কোটি টাকা চলতি বছরে কেন ধার নিতে হচ্ছে, এর কোন সদুত্তর দিতে পারেনি অর্থ দপ্তর।
চলতি বছরে মোট ১৩ টি রাজ্য বাজার থেকে ধার করতে চলেছে। যাদের মিলিত ধারের পরিমান ১২ হাজার কোটি টাকা । সবচেয়ে বেশি ধার নিচ্ছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ সরকার। তাদের ধারের পরিমান ২৪০০ কোটি টাকা। সবচেয়ে কম ধার নিচ্ছে পদুচেরি সরকার। তাদের ধারের পরিমান ১০০ কোটি টাকা।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত সময়ে এরাজ্যের ঋণের পরিমাণ ছিল ১লক্ষ ৮৬হাজার কোটি টাকা। মমতা ব্যানার্জির সরকার আসার পরে ঋণের পরিমান ৩লক্ষ ৬৬ হাজার কোটি টাকায় দাড়িয়েছে। অর্থাৎ ৬ বছরে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা ধার নিয়েছে মমতা ব্যানার্জির সরকার।
বিরোধীদের অভিযোগ- এই ধারের টাকায় ক্লাবে ক্লাবে দান খয়রাতি চলছে। উৎসব-মেলা করে টাকার অপচয় করছে রাজ্যসরকার। এদিকে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না। উত্তরবঙ্গের বন্ধ চা বাগানের শ্রমিকদের রেশন অধরা। রাজ্যসরকারের কর্মচারীদের ডিএ মিলছে না। অথচ মাসে মাসে বাজার থেকে চড়া সুদে ধার নেওয়া থামছে না।





Comments